রাসুলে মোস্তফার নূরানী সওগাত কাগতিয়া দরবারে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৭ মার্চ ২০১৯

 

চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, আল্লাহকে পাবার গভীর আগ্রহে, নবী প্রেমের নিবিড় সাগ্রহে, গাউছুল আজম এর শরণাপন্ন হলে তাঁর সুমহান অনুগ্রহে তাওয়াজ্জুহর প্রক্ষেপণে মানুষের অভ্যন্তরীণ লতিফাসমূহে জারি হয় জিকিরে খোদার গুনগুন গুঞ্জরণ।

এমনিভাবে নূর জগতের ক্বলবের সাথে ধূলীর জগতে অবস্থিত মানুষের ক্বলবের সংযোগ সাধিত হয়। এভাবে সব লতিফায় যুক্ত হয় ঐশী তরঙ্গ, ফলশ্রুতিতে পাপে আসক্ত মানব চায় নবীকে কাছে পাবার সঙ্গ। রাসুলে মোস্তফার এ নূরানী সওগাত মিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।

জুমাবার (১৫ মার্চ) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র মি’রাজুন্নবী (দঃ) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১১ নং পটিয়া রতনপুর ও ১৮২ নং পটিয়া পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, কাগতিয়ার মহান গাউছুল আজম (রাঃ) নূরে মোহাম্মদীর এ দর্শনে খোদায়ীভাবে সুদর্শন হয়ে উঠলে প্রত্যেক ব্যক্তি, পৃথিবীতে বাড়বে শান্তির ব্যাপ্তি, সমাজ হবে প্রেমশুদ্ধ জয়গানে মুখরিত, সত্যিকারের আলোকিত এভাবে রাষ্ট্রে বইবে আরাধ্য শান্তির সুরভিত সুঘ্রান।

পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক মুহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, গহিরা ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ নাছির উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ অলি আহাদ চৌধুরী।

মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ সেকান্দর আলী প্রমুখ।

মাহফিলে স্থানীয় বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম, ছাত্র, শিক্ষক ও ব্যবসায়ি ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।