হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ মার্চ ২০১৯

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রুবেল (২৮)। তিনি হাটহাজারী পৌরসভা এলাকার পূর্ব দেওয়াননগর ৩ নম্বর ওয়ার্ডের নূর আলম সওদাগর বাড়ির মো. আব্দুল খালেকের ছেলে।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা মো. জাহাঙ্গীর কবির জানান, মোটরসাইকেল আরোহী রুবেল নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম শহরমুখী একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।