সহজ জয়ে শীর্ষেই ম্যানসিটি


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ৩০ আগস্ট ২০১৫

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতবার রানার্সআপ হওয়া দলটি শিরোপা পুনরুদ্ধারের পথে দুর্দান্তভবে এগিয়ে চলেছে। ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে লিগে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। ২৪ মিনিটে ইয়াইয়া তোরে ডিফেন্ডারের ভুলে বল পেয়ে পাস দেন স্টার্লিংকে। তবে স্টার্লিংয়ের শট ডিফেন্ডার ক্রেইগ ক্যাথকার্ট দারুণ দক্ষতায় প্রতিহত করেন।

দুই মিনিট পর ডিফেন্ডার বাকারি সাইনার শট ফিরিয়ে দেন ওয়াটফোর্ডের গোলরক্ষক ইউরেলিয়ো গোমেস। পরের মিনিটে ফার্নানদিনহোর কাছ থেকে বল পেয়ে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বারে শট নেন স্টার্লিং। কিন্তু  গোলরক্ষকের দৃঢ়টায় এবারো গোল বঞ্চিত হয় তারা। ৩৮ মিনিটে আগুয়েরোর নেয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সিটি। ৪৭ মিনিটে সিটির হয়ে প্রথম গোল করেন রহিম স্টার্লিং। সাইনার দারুণ এক ক্রসে আলতো টোকায় গোমেসকে পরাস্ত করেন স্টার্লিং। ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহো। ডেভিড সিলভার সাথে বল দেয়া নেয়া করে কুনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর বেশ কয়েক্তি আক্রমন করলেও আর বল জালে জড়াতে পারেনি সিটি।

দিনের অপর খেলায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ভাগ্যক্রমে জয় পায় আর্সেনাল। আত্মঘাতী গোলে জয়ে ধারায় ফিরে আসে গানাররা। অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলেইনের শট নিউক্যাসলের  ডিফেন্ডার ফাব্রিসিও কোলোস্সিনির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। দুর্বল পারফরমেন্সে ১-০ গোলের জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও হতাশা বাড়িয়েছে আর্সেনাল সমর্থকদের।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।