স্টিল মিলের গলিত সিসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:২০ এএম, ১৬ মার্চ ২০১৯
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গলিত সিসায় ঝলসে গেছেন ৬ শ্রমিক। শনিবার (১৬ মার্চ) সকালে শীতলপুর স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ শ্রমিকরা হলেন- মাইনুদ্দিন (২৫), শাহ আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২) এবং মো. মিশু (৩৫)। তাদের মধ্যে মাইনুদ্দিন, মো. মিয়া, আমজাদ হোসেন ও রিয়াদ হোসেনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জাগো নিউজকে জানান, স্ক্র্যাপ জাহাজ কাটার জন্য লোহা গলানোর সময় গলিত সিসায় ঝলসে যান ছয় শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, আহত ছয়জনের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হচ্ছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।