ঘরের মাঠে হারলো চেলসি-লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে হেরে গেছে চেলসি এবং লিভারপুল। চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে হোসে মরিনহোর শিষ্যরা। আর ওয়েস্টহাম ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে মৌসুমের প্রথম হার দেখলো লিভারপুল।
শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২৪ মিনিটেই পিছিয়ে পড়তে পারতো চেলসি। সাকোর কোনাকুনি শট দৃঢ়তার সঙ্গে গোলরক্ষক থিবাই কর্তিয়াস ফিরিয়ে দিলে সে যাত্রা রক্ষা পায় তারা। তবে ৬৫ মিনিটে জালের ঠিকানা খুঁজে পান সাকো। দুইবারের চেষ্টায় ডান পায়ের শটে বল জালে জড়ান মালির এই মিডফিল্ডার।
৭৯ মিনিটে খেলায় ফিরে আসে চেলসি। পেদ্রোর ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রাদামেল ফালকাও। তবে দুই মিনিট পর আবার পিছিয়ে পড়ে চেলসি। সাকোর কাছ থেকে বল পেয়ে নিখুঁত হেডে বল জালে জড়ান ইংলিশ ডিফেন্ডার জুয়েল ওয়ার্ড।
অপর ম্যাচে অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হ্যামের কাছে দাঁড়াতেই পারেনি লিভারপুল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ৩ মিনিটে অ্যারন ক্রেসওয়েলের ক্রসে কাছ থেকে বল জালে জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার লান্সিনি।
২৯ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল খায় লিভারপুল। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান লান্সিনি। তার নেয়া শট থেকে জটলার মাঝে বল পেয়ে যান নোবেল। দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
৫১ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কৌতিনহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৭৮ মিনিটে ওয়েস্ট হ্যামের নোবেল সরাসরি লাল কার্ড দেখেন। যোগ করা সময়ে দিয়াফ্রা সাখোর গোলে বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
আরটি/এআরএস/এমএস