বঙ্গবন্ধুর জন্মদিনে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৮ এএম, ১৫ মার্চ ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আগামী ১৭ মার্চ। দিবসটি উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি এবং জেলা-উপজেলার সকল দফতর-সংস্থার সমন্বয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসের বিস্তারিত কর্মসূচির মধ্যে থাকছে- সকালে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেলে থাকবে স্থানীয় রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অষ্টম শ্রেণি পর্যন্ত ক এবং নবম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খ- এই দুই গ্রুপে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক গ্রুপের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ওপর শুভেচ্ছা কার্ড অঙ্কন করবে, যার বিষয়বস্তু ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ' এবং খ গ্রুপের বিষয়বস্তু ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ'। অন্যদিকে কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তুও বঙ্গবন্ধু।

উল্লেখ্য, সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের অনুকূলে যথাক্রমে পঞ্চাশ ও পঁচিশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দকে জেলাভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।