১০ বোকো হারাম সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩০ আগস্ট ২০১৫

নাইজেরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের ১০ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে আফ্রিকার দেশ চাদ। এর আগে ওই ১০ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন দেশটির একটি আদালত।

কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় সশস্ত্র লড়াই করছে বোকো হারাম। এদের দমনে নাইজেরিয়া সেনাবাহিনীকে সহযোগিতা করছে আফ্রিকা ইউনিয়ন। এই জোটে রয়েছে চাদের সেনাবাহিনীও।

সন্ত্রাস দমনের অংশ হিসেবে সম্প্রতি ফায়ারিং স্কোয়াডে বোকো হারামের ওই ১০ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করে চাদ। চলতি বছর জুনে চাদে বোকো হারামের জোড়া হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। ওই হামলার এক মাসের মাথায় সন্ত্রাস দমনে আবারো মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনে দেশটি।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।