‘ইসলামিক ফাউন্ডেশন হবে সর্বশ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ মার্চ ২০১৯

ইসলামিক ফাউন্ডেশনকে সর্বশ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনে আমরা সবাই এক পরিবারের সদস্য। সবাই সম্মিলিতভাবে কাজ করে ইসলামিক ফাউন্ডেশনকে সর্বশ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কল্যাণে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আজ বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘শুদ্ধাচার, ইনোভেশন, ই-ফাইলিং ও ই-জিপি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ মো. আব্দুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে ইসলামিক ফাউন্ডেশনের সুনাম ও কাজের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সহযাত্রী হয়ে এ কর্মকাণ্ডকে আরও বহু দূর এগিয়ে নিতে চাই।’

এর আগে মন্ত্রী বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে আসা কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) কাজী হাসান আহমেদ বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে জেলা-উপজেলা পর্যায়ে বেশি বেশি করে জানাতে হবে।’

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নাম প্রথম কাতারে চলে আসবে।’

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এমইউ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।