বর্তমানে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীই বেশি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এক সময় সমাজের অর্ধেক মানুষ শিক্ষা থেকে বঞ্চিত ছিল, বিশেষ করে মেয়েরা। কিন্তু বর্তমান সরকারের শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার উন্নয়নের মাধ্যমে আজ সারাদেশে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা এখন বেশি। এখন মেয়েরাও সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
শনিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে কলেজে শাখার উদ্বোধন, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষামন্ত্রীর নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ, কানিশাইল স্কুলের নতুন ভবন নির্মাণ ও বিদ্যুতায়নের উদ্বোধন, ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার মনোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, মজির উদ্দিন চাকলাদার ও ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন দাশ।
এসব অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাপগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব ও কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক বিশ্বে ঠিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান, নৈতিক মূল্যবোধে একজন পরিপূর্ণ মানুষে হিসেবে গড়ে উঠতে হবে। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার নৈতিক দায়িত্ব শিক্ষক সমাজের উপর নির্ভর করে। শিক্ষকরা হচ্ছেন এর নিয়ামক শক্তি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ওপর নির্ভর করবে আগামী দিনের সোনার বাংলাদেশ। জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল, সমৃদশালী ও উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরার দায়িত্ব নতুন প্রজন্মের ওপর। সেই লক্ষ্যে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
নুরুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নত হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদশালী দেশে পরিণত হবে।
২০১৬ সালের মধ্যে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। কোনো এলাকা বিদ্যুৎবিহীন থাকবে না- এলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
ছামির মাহমুদ/বিএ