শ্রমিক বিক্ষোভের ছবি তোলায় সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৩ মার্চ ২০১৯

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় শ্রমিক বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন ফটোসাংবাদিক জুয়েল শীল। এ সময় দায়িত্বরত এসআই শরিফুল ওই ফটোসাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ছবি মুছে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ৩টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপ কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষোভরত শ্রমিকদের রাস্তা থেকে সরাতে লাঠিচার্জ করে পুলিশ। সেই ছবি তোলার চেষ্টা করছিলেন ফটোসাংবাদিক জুয়েল শীল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তার ক্যামেরা কেড়ে নেয় এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করে।

পুলিশের হাতে লাঞ্ছনার শিকার জুয়েল শীল জাগো নিউজকে বলেন, ‘পুলিশই প্রথমে শ্রমিকদের রাস্তায় নামিয়ে দেয়, পরে তারাই তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশ যখন নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করছিল আমি সেই ছবি তুলছিলাম। এরই মধ্যেই কয়েকজন পুলিশ সদস্য এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। শরিফুল নামে এক এসআই আমার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবিগুলো মুছে দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জাগো নিউজকে বলেন, এমন কোনো ঘটনার কথা আমার জানা নেই। ভুল বোঝাবুঝি থেকে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। এখন সব কিছু স্বাভাবিক।’

এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।