খিলগাঁওয়ে রাজমিস্ত্রি রুবেল হত্যা : আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৩ মার্চ ২০১৯

রাজধানীর খিলগাঁও এলাকায় গত ১১ মার্চ চাঞ্চল্যকর রুবেল (২৯) হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ মার্চ) রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার (১৩ মার্চ) বিকেল ৫টায় কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে খিলগাঁও ইদারকান্দি এলাকা থেকে রুবেলের (২৯) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভগ্নীপতি শামসুল হক জানান, রুবেল রাজমিস্ত্রির কাজ করতো। রোববার রাত সাড়ে ১২টার দিকে সে বাসা থেকে বের হয়। এর কয়েক ঘণ্টা পর বাড়ির অদূরেই বায়তুল জান্নাত জামে মসজিদের পশ্চিম পাশের রাস্তায় তার মরদেহ পাওয়া যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

খিলগাঁও থানার এসআই রুহুল আমিন মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, রুবেলের মাথার পিছনে থেতলানো ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।