এলজিইডি`র প্রধান প্রকৌশলীকে দুদকের তলব


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৫ অক্টোবর ২০১৪

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে ভুয়া মুক্তিযোদ্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী এই নোটিস পাঠিয়েছেন।

আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় ওয়াহিদুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে এই তলব নোটিস পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মুক্তিবার্তার লাল বইয়ে তার নাম নেই। তিনি কোন ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, কোন সেক্টরে কোন অধিনায়ক বা কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন, এ সম্পর্কিত কোনো প্রমাণাদিও নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।