রূপালী ব্যাংকের এমডির মুক্তিযোদ্ধা সনদ জাল!
এবার মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ ওঠেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগটি আমলে নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি একটি চিঠি দিয়েছে বলে সূত্রে জানা গেছে।
সূত্রটি বলছে, গত ২ জুলাই নতুন মেয়াদে আরো এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন ফরিদ উদ্দিন। এর আগেও তিনি ব্যাংকটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে কয়েক দফা ফরিদ উদ্দিনকে ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। বাসায় ফোন করলেও কেউ ধরেননি।
তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, নিয়মিতভাবে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে ব্যবস্থা নিতে বলি। তার অংশ হিসেবে এই চিঠি দেয়া হয়েছে।
এসএ/একে/আরআইপি