শাহজালালে দুই হাজার ইয়াবাসহ ‘নৃত্যশিল্পী’ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ পিএম, ১১ মার্চ ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতের নাম সোহেল রানা (২২)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। সোহেল নিজেকে নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ওই যাত্রী দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার থেকে রিজেন্ট এয়ারযোগে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবার ব্যাপারে জিজ্ঞাসাবাদে আটক সোহেল জানান, কক্সবাজার উপজেলা সদরের ফারুক নামে এক ব্যক্তি পাঁচ হাজার টাকার দেয়ার কথা বলে সোহেলের হাতে দুটি প্যাকেট পাঠান। প্যাকেট দুটি তিনি জুতার ভেতর ঢুকিয়ে ঢাকায় আনেন।

চেকিংয়ে ধরা না পড়লেও বিমানবন্দরে এসে এপিবিএন সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।