টাস্কফোর্সের অভিযানে ১৩২ হোল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১১ মার্চ ২০১৯

পুরান ঢাকার বিভিন্ন এলাকার আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ কেমিক্যালের কারখানা থাকায় আজসহ গত ১০ দিনের অভিযানে ১৩২টি হোল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স ।

এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১৯ লাখ টাকা। পাশাপাশি ১৬টি প্রতিষ্ঠানকে সতর্ক এবং ১০টি প্রতিষ্ঠানকে কারখানা সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, আজ (সোমবার) মোট ৯টি হোল্ডিংয়ের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । ৮টি কারখানা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজী ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে কেমিক্যালকেই দায়ী করা হচ্ছে।

পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে কেমিক্যাল সরানোর নির্দেশ দিয়েছে ডিএসসিসি। মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল সরানোর অভিযান।

এএস/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।