ভারতের সঙ্গে কোন চুক্তিই সফল হবে না : ড. এমাজউদ্দীন
ভারতের সঙ্গে কোন চুক্তিতেই বাংলাদেশ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খেলাফত মজলিস আয়োজিত আর্ন্তজাতিক পানি নীতি ও বাংলাদেশের নদ-নদী শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দীন আহমেদ বলেন, ভারতের কাছ থেকে কোন স্বার্থ অর্জন করতে হলে দ্বিপাক্ষিক চুক্তির পরিবর্তে বহু পাক্ষিক চুক্তি করতে হবে। কারণ তাদের পেশিতে শক্তি বেশি। তাই বহু পাক্ষিক চুক্তির মাধ্যমে সার্ক ভূক্ত দেশগুলোকে সাক্ষী রাখতে হবে।
তিনি বলেন, সকল ক্ষেত্রে আবার ভারতের দোষ দিয়েও লাভ নেই, আমাদের দাবী আদায়ের ক্ষেত্রে নিজস্ব দূর্বলতাই বেশি লক্ষনীয়।
গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা যুক্তরাষ্ট্র, ভারত বা রুশ পন্থী বা বিরোধী নয় আমরা বাংলাদেশে পন্থী। আর্ন্তজাতিক আইনে আমরা যেটুকু পানি পাই সেটুকুই চাই। এটা কোন দয়া মায়ার বিষয় নয়।
তিনি বলেন, পানি জীবন ধারণের মৌলিক উপাদান। এটা নিয়ে আমাদের ভাবতেই হবে। এখানে পক্ষ বিপক্ষের কিছু নেই। এ দাবির ক্ষেত্রে দেশের সকল মানুষের মতামত এক হওয়া উচিৎ।
আয়োজক সংগঠনের আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ইসাহাকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, সংগঠনের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, নাযেবে আমীর সাইয়েদ মজিবুর রহমান প্রমুখ।
এমএম/এএইচ/আরআইপি