বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সবাই আ.লীগের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১১ মার্চ ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫ চেয়ারম্যানের সবাই আওয়ামী লীগ মনোনীত। এ বছরই প্রথম উপজেলা চেয়ারম্যান পদটি দলীয়ভাবে মনোনীত হয়।

ইসি সূত্র জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মো. ফারুক আলম, সিরাজগঞ্জ সদরের রিয়াজ উদ্দিন, কাজীপুরের মো. খলিলুর রহমান সিরাজী ও উল্লাহপাড়ার শফিকুল ইসলাম শফি।

জয়পুরহাট সদর উপজেলার এস এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলায় মো. মনিরুল শহিদ মণ্ডল ও নাটোর সদর উপজেলার মো. শরিফুল ইসলাম রমজান।

রাজশাহীর বাঘা উপজেলার মো. লায়েব উদ্দীন ও মোহনপুর উপজেলার মো. আব্দুস সালাম, জামালপুর সদর উপজেলার মো. আবুল হোসেন, সরিষাবাড়ি উপজেলার মো. গিয়াস উদ্দিন পাঠান, মেলান্দাহ উপজেলার মো. কামরুজ্জামান ও মাদারগঞ্জ উপজেলার আব্দুর রউফ তালুকদার, নেত্রকোনা সদর উপজেলার মো. তফসির উদ্দিন খান ও কেন্দুয়া উপজেলার মো. নূরুল ইসলাম।

তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। গত ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল শতকরা ৪৩ দশমিক ৩২ শতাংশ।

পিডি/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।