আর আকাশে উড়বেন না ক্যাপ্টেন ইমদাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১১ মার্চ ২০১৯

বোয়িং-৭৭৭ নিয়ে আর আকাশে উড়বেন না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন ইমদাদ (৫২)। শনিবার (৯ মার্চ) ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি স্কিন ক্যান্সারে ভুগছিলেন।

ক্যাপ্টেন ইমদাদ ১৯৬২ সালের ১৫ মার্চ মৌলভীবাজারের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ফাস্ট অফিসার হিসেবে বিমানে যোগ দেন। রোববার (১০ মার্চ) তার মরদেহ ঢাকায় আনা হয়। এরপর উত্তরা জামে মসজিদে জানাজা শেষে ৪ নং সেক্টর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এদিকে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মদ ইনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবং ইফালপার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ক্যাপ্টেন ইমদাদুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। সভাপতি ক্যাপ্টেন মাহবুব বাপার পক্ষ থেকে ক্যাপ্টেন ইমদাদুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ক্যাপ্টেন ইমদাদ ছিলেন বিনয়ী, সদালাপী এবং সদাচারী। পেশাগত জীবনে ছিলেন দক্ষ ও মেধাবী পাইলট। তার অকাল মৃত্যুতে বিমান পাইলট অ্যাসোসিয়েশন একজন ভালো মনের সহকর্মীকে হারালো। তার চলে যাওয়ায় বিমানের এবং বাপার বড় ধরনের ক্ষতি হলো।

আরএম/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।