আরও ২৪ বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২০ এএম, ১১ মার্চ ২০১৯

আসন্ন হজ মৌসুমে হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য চতুর্থ পর্যায়ের ২৪ বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

গতকাল (রোববার) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন ২৪টি এজেন্সির তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব হজ এজেন্সি হালনাগাদ কাগজপত্রাদি মন্ত্রণালয় বরাবর দাখিল করেনি এবং ইতোপূর্বে বিভিন্ন অভিযোগের শাস্তি/জরিমানা প্রাপ্ত হয়েছে কিন্তু জরিমানার অর্থ জমা দেয়নি সে সব এজেন্সির তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। চতুর্থ তালিকায় প্রকাশিত কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ গুরুতর পাওয়া গেলে এজেন্সির নাম তালিকা থেকে বাদ দেয়া হবে।

এমইউ/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।