বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ৫ সেপ্টেম্বর শুরু


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৯ আগস্ট ২০১৫

বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পিআর) বদরুদ্দোজা মাহমুদ তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে ৩টি বড় এক্সপোসহ সারা দেশে ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হবে।

দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারে এ উৎসব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

এক্সপোতে দেশের ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল ও ডিভাইস কোম্পানি অংশ নেবে।

৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত হবে ঢাকার ইন্টারনেট এক্সপো। ইন্টারনেট সাপ্তাহ-২০১৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।