সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইশারায় কথা বলছেন। পরিচিত লোকজনদেরকেও তিনি চিনতে পারছেন।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের শয্যাপার্শ্বে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও অধ্যাপক আবু নাসের রিজভীর সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যায় আলাপ শেষে ওবায়দুল কাদেরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন একই বিশ্ববিদ্যালয়ের এস এম জাকির হোসেন নামে একজন চিকিৎসক।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ওবায়দুল কাদের ভাইয়ের সব সাপোর্ট চিকিৎসকরা খুলে ফেলেছেন। উনি এখন কনশাস, ইশারায় কথা বলছেন। আলহামদুলিল্লাহ।’
ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আবু নাসের রিজভী স্যারের সঙ্গে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আলাপকালে জেনেছি তিনি (ওবায়দুল কাদের) ইশারায় স্যারের সঙ্গে কথা বলেছেন। হার্ট অ্যাটাকের কারণে লাংয়ে (ফুসফুস) সমস্যাজনিত কারণে তার মুখে এখনও নল লাগানো আছে। সার্বিকভাবে তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে স্যার জানিয়েছেন।’
এর আগে আজ সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসেরের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবু নাসের রিজভীর বরাত দিয়ে জানানো হয়, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।’
ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী শুক্রবার এ তথ্য জানান। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডা. আবু নাসের রিজভী জানান, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন এবং দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে। এ সময় ওবায়দুল কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
এমইউ/এসআর/পিআর