ব্লগার নিলয়ের হত্যাকারী শনাক্ত
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত থাকা একজনকে সাক্ষীরা শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, নিলয় হত্যাকাণ্ডের পর প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের যে দুজনকে গ্রেফতার করে ডিবি তাদের মধ্যে একজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিল।নিলয় হত্যাকাণ্ডের একজন সাক্ষী শনাক্তের বিষয়টি পুলিশকে নিশ্চিত করেছেন।
তবে গ্রেফতারকৃতের নাম প্রকাশ করেননি মনিরুল ইসলাম। নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত দুদফায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে ৭ আগস্ট গোড়ানে নিজ বাসায় ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বিত্তরা। এঘটনায় সাদ ও রানাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডের এক পর্যায়ে নিলয়ের স্ত্রী আশা মনি ও শ্যালিকা তন্নির মুখোমুখি করা হয় আসামিদের। সেখানেই তারা আসামিকে শনাক্ত করে।
এআর/এসকেডি