রাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করবে আমরাই পারি জোট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৭ মার্চ ২০১৯

‘সমান ভাবি, সমান থাকি, সমান সমান সামনে চলি’ -এই স্লোগান নিয়ে ৮ মার্চ (শুক্রবার ) উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এর উপলক্ষ্যে বৃহস্পিতবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করবে সামাজিক সংগঠন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

সংগঠনের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক বলেন, সব ক্ষেত্রে নারী-পুরুষের সম অংশীদারিত্ব নিশ্চিতকরণের পাশাপাশি আমরা নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবি জানাই। আমরা জানি, নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়।

তিনি আরও বলেন, তাই আমরা সকলেই একত্রিত হচ্ছি শহিদ মিনার প্রাঙ্গণে। রাত ১২টা ১ মিনিট মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের আঁধার ভাঙার এ শপথে আমরা সকলের সংহতি প্রত্যাশা করছি।

তিনি বলেন, নারীর অস্তিত্বকে নিরাপদ করার এই প্রতীকী অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ নারীর স্বাধীন সত্ত্বা প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করবে।

এসআই/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।