পাগলা রিজভীর উপর ছাত্রলীগের হামলা


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৯ আগস্ট ২০১৫

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মৎস্য ভবন এলাকায় পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয়েছেন পাগলা রিজভী নামের এক বিএনপি কর্মী।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় তার জামা কাপড়ে ছিড়ে ফেলে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত হন তিনি। হামলার পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসে এ প্রতিবেদকের কাছে কান্নাজড়িত কণ্ঠে অভিযাগ করেন রিজভী।

রিজভী জানান, পোস্টার লাগানোর সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ছাত্রলীগের কর্মীরা খারাপ মন্তব্য করলে তিনি এর কড়া প্রতিবাদ জানান। পরে তাকে ছাত্রলীগের কর্মীরা মারধর করে।

প্রসঙ্গত, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দীর্ঘদিন যাবৎ স্বেচ্ছায় কাজ করছেন রিজভী হাওলাদার। তিনি নয়াপল্টন এলাকায় পাগলা রিজভী নামে পরিচিত। রিজভী বেগম খালেদা জিয়া ও বিএনপিকে মন থেকে গভীর ভালোবাসেন তাই সকাল সন্ধ্যা কার্যালয় এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করেন তিনি।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।