শহীদ মিনারে পিয়াসের লাশ রাখতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ


প্রকাশিত: ১০:৪২ এএম, ১৫ অক্টোবর ২০১৪

সদ্য প্রয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আমজাদ আলী জানান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নামের একটি সংগঠন বৃহস্পতি ও শুক্রবার শহীদ মিনারে অনুষ্ঠান করার জন্য আগেই অনুমতি চেয়েছিল। কর্তৃপক্ষ তাদেরই অনুমতি দিয়েছে। আমাদের অনুমোদন না নিয়েই তারা (পিয়াস করিমের পরিবার) পিয়াস করিমে লাশ শহীদ মিনারে আনার কথা মিডিয়ায় জানিয়েছেন। এখানে অনুমোদন দেওয়ারও কিছু নেই, দায়-দ্বায়িত্ব নেওয়ার কিছু নেই।

পিয়াসের ভাই লোটাস করিম অবশ্য জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে ‘নিরাপত্তা না পেলে’ তারা শহীদ মিনারে কফিন নেওয়ার পরিকল্পনা বাদ দেবেন।

পরিবারের পক্ষ থেকে পিয়াস করিমের লাশ বুধবার শহীদ মিনারে রাখার কথা বলা হলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে, বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন তা প্রতিরোধের ঘোষণা দেয়। পরে পিয়াসের প্রবাসী স্বজনদের দেশে ফিরতে বিলম্বের কারণে দাফন পিছিয়ে গেলে পরিবারের পক্ষ থেকে নতুন করে আবেদন করা হয়।

এদিকে অধ্যাপক পিয়াস করিমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনাকে কেন্দ্র করে যে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো শহীদ মিনার এলাকা পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।