ডোমিনিকায় ঝড়ের আঘাতে নিহত ২০


প্রকাশিত: ০৭:৫১ এএম, ২৯ আগস্ট ২০১৫

দ্বীপ রাষ্ট্র ডোমিনিকায় গ্রীষ্মকালীন ঝড় এরিকার আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো ৩১ জন। ক্যারিবিয়ান অঞ্চলের এ দেশটিতে শুক্রবার ঝড়টি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিত শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, গ্রীষ্মকালীন ঝড় এরিকার আঘাতে শত শত ঘর-বাড়ি, সেতু ও রাস্তা ধ্বংস হয়ে গেছে। সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০জন নিহত হয়েছে। তিনি বলেন, এই ঝড়ের ফলে দেশটি ২০বছর পিছিয়ে গেছে।

এদিকে, হাইতি ও ডোমিনিকা প্রজাতন্ত্রে ঝড়টি ঘণ্টায় ৮৫কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রোববার ঝড়টি আঘাত হানতে পারে। এজন্য ইতোমধ্যে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।