রাজউকের উত্তরা ফ্ল্যাট বরাদ্দ : চলতি মাসেই শেষ হচ্ছে আবেদন গ্রহণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত ও নির্মাণাধীন ফ্ল্যাট বরাদ্দের আবেদনপত্র গ্রহণ ও জমা দেয়া যাবে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। ফ্ল্যাট বরাদ্দের জন্য এ পর্যন্ত ৮০টি আবেদন জমা পড়েছে। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজউকের ওয়েবসাইট হতে আবেদনের ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে নির্ধারিত ব্যাংকগুলোর শাখায় জমা দেয়া যাবে। ফরমের মূল্য ২ হাজার টাকা। এ ছাড়া আবেদনের সঙ্গে ৪ লাখ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। ১ হাজার ৬৫৪ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটের সাময়িক মূল্য প্রতি বর্গফুট ৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩টি বেড, ৪টি বারান্দা, ফ্যামিলি লিভিং, লিভিং রুম, ডাইনিং রুম, কমন স্পেসসহ গ্রস ১ হাজার ৬৫৪ বর্গফুট এবং নীট ১ হাজার ২৭৬ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাট। এ ছাড়া প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা উন্মুক্ত রাখা হয়েছে। প্রকল্পের অভ্যন্তরে মসজিদ, কমিউনিটি সেন্টার, মার্কেট, সুপারশপ, কমার্শিয়াল কমপ্লেক্স, স্কুলের ব্যবস্থা রেখে এপার্টমেন্ট কমপ্লেক্স বাস্তবায়ন করা হচ্ছে।
এদিকে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকের ফ্ল্যাট আইডি প্রদান সংক্রান্ত তৃতীয় লটারির ড্র গত রোববার অনুষ্ঠিত হয়েছে। দৌবচয়ন পদ্ধতিতে লটারিতে ফ্ল্যাটের আইডি পাওয়া ৭৯৭ জনের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে রাজউক।
উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে প্রায় ৮৭ একর জমিতে ৭৯টি ১৬ তলা ভবনে (গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তন) ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ৭৩টি ভবনে ৬ হাজার ১৩২ ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হয়েছে।অবশিষ্ট ৬টি ভবনে ৫০৪টি ফ্ল্যাটের নির্মাণকাজ চলছে।
রাজউক সূত্রে জানা গেছে, ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ৫৪১টি ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। ১ম ও ২য় পর্যায়ে অর্থাৎ ২০১২ ও ২০১৪ সালে বরাদ্দকৃত ৪ হাজার ৭৮৯টি ফ্ল্যাট প্রতি বর্গফুট ৩ হাজার ৫০০ টাকা দরে এবং পরবর্তীতে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বরাদ্দকৃত ৭৫২টি ফ্ল্যাট প্রতি বর্গফুট ৪ হাজার ৮০০ টাকা দরে বরাদ্দ দেয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর ১ম লটারির মাধ্যেমে ৮৩৭ জনকে এবং গত ৭ জনুয়ারি ২য় লটারির মাধ্যমে ২ হাজার ৬৬১ জনকে ফ্ল্যাটের আইডি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার ৭৯৭ জন বরাদ্দ প্রাপককে (যারা ফ্ল্যাটের ৪র্থ কিস্তির টাকা পরিশোধ করেছেন) লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি প্রদান করা হলো। অর্থাৎ সবমিলিয়ে ৪ হাজার ২৫৫টি ফ্ল্যাটের আইডি দেয়া হয়েছে।
এএস/এমএসএইচ/জেআইএম