আখাউড়ায় মাটি খুঁড়ে ভারতীয় রৌপ্য মুদ্রা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পুরনো মন্দির সংস্কার করতে গিয়ে মাটি খুঁড়ে ৪৮৬টি ভারতীয় রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন দূর্গা মন্দির নামে স্থানীয় একটি প্রাচীন মন্দিরের সংস্কার কাজ করতে যায় মন্দির কর্তৃপক্ষ।এসময় মন্দিরের লোকজন মাটি খুঁড়ে একটি হাড়ি(ডেসকি) দেখতে পান।পরে হাড়ির ভেতর থেকে বৃটিশ শাসনামলের ৪৮৬টি ভারতীয় রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো থানায় নিয়ে আসে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আজিজুল আলম সঞ্চয়/এমএএস/এমএস