কমানোর দাবির মুখেই বাড়ল জেট ফুয়েলের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ এএম, ০৭ মার্চ ২০১৯

দেশীয় বিমানপরিবহন সংস্থাগুলো দাম কমানোর দাবি করে আসলেও উল্টো উড়োজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের মূল্য লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাব অনুযায়ী বুধবার থেকে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড নতুন মূল্য তালিকা কার্যকর করেছে।

কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম স্বাক্ষরিত পত্র গতকালই দেশীয় এয়ারলাইন্সগুলোকে পাঠানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মার্চ থেকে ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী বিমানবন্দরে জেট ফুয়েলের দাম পড়বে প্রতি লিটার ৭২ টাকা। আগে ছিল ৬৭ টাকা।

তেল আমদানি ও বিপণনকারী সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাব অনুযায়ী, দাম বাড়ার এই সিদ্ধান্ত কার্যকর করা করা হয়েছে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।