বারিধারায় ভুয়া এজেন্সি কর্মকর্তা আটক

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৭ মার্চ ২০১৯

রাজধানীর বারিধারায় অভিযান চালিয়ে এক ভুয়া এজেন্সি কর্মকর্তাকে আটক করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৩ এর সহায়তায় মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারিধারার উত্তর সোসাইটির ১১ নম্বর রোডের ট্রাস্ট ইমিগ্রেশন অফিসে অভিযান চালিয়ে ওই অফিসের ব্যবস্থাপক সৈয়দ রবিউল করিমকে আটক করা হয়। ইউনিকর্ন নামক অনিয়মিত একটা রিক্রুটিং এজেন্সির নামে তারা ভিসা প্রসেসিং করে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬১টি পাসপোর্টসহ শংকর চন্দ্র দাস নামের একজনকে কানাডা পাঠানোর ভুয়া চুক্তিপত্র, জরুরি ভিত্তিতে কম্বোডিয়ায় লোক নিয়োগ-সংক্রান্ত লিফলেট, বিদেশে চাকরির ১০টি ভুয়া চাহিদাপত্র এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণপত্রসহ ওই কর্মকর্তাকে আটক আটক করা হয়।

পরে তাকে আদালতে চালান দেয়া হয় এবং আড়াই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দেয়া হয়। তার বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। তবে অফিস মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।