সংসদে ‘মুনা’র উদ্দেশ্যে যা বললেন ‘বাকের ভাই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৬ মার্চ ২০১৯

বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমদের এক সময়ের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’র নিঃসঙ্গ চরিত্র মুনাকে (সুবর্ণা মুস্তাফা) সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ওই নাটকেরই বাকের ভাই চরিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূর।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সুবর্ণা মুস্তাফাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান নূর এ ধন্যবাদ জানান। বক্তব্যের শুরুতে নূর ৩০ বছর আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিপুল জনপ্রিয় ‘কোথাও কেউ নেই’ নাটকের প্রসঙ্গ তোলেন।

বরকত উল্লাহর পরিচালনায় ওই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মুনা চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মুস্তফা। ওই নাটকে শেষ পর্যন্ত বাকের ভাইয়ের ফাঁসি হয়। কিন্তু জনপ্রিয় ওই চরিত্রের এই পরিণতি মেনে নিতে পারেননি তখনকার অনেক দর্শক। রাস্তাঘাটে প্রতিবাদ-সমাবেশ হয়, এমনকি বাকের ভাইয়ের কুলখানিরও আয়োজন করে কোনো কোনো দর্শকমহল।

southeast

কোথাও কেউ নেই’ নাটকের একটি দৃশ্যে আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা

সংসদে বক্তব্যের শুরুতে আসাদুজ্জামান নূর বলেন, ‘বক্তব্যের শুরুতে আমি একটু ৩০ বছর পেছনে চলে যেতে চাই। আজ আমি নস্টালজিক (স্মৃতিকাতর)।’

‘কোথাও কেউ নেই’ নাটকের প্রেক্ষাপট তুলে ধরে নূর বলেন, ‘সেই নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। সেই মুনা নিঃসঙ্গ নায়িকায় পরিণত হয়। তবে আজকে তিনি আর নিঃসঙ্গ নন। তিনি আজকে এই মহান সংসদে সাড়ে তিনশ’ সংসদ সদস্যের সঙ্গে বসে আছেন এবং সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলাম আমি, আপনার (মুনা) সামনে দাঁড়িয়ে আছি।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসাদুজ্জামান বলেন, ‘এই যে ঘটনাটি ঘটল, হ‌ুমায়ূন আহমেদ তার নাটকে করতে পারেননি। আজকে বাস্তবে এটা সম্ভব হয়েছে। সেই চরিত্রে যে অভিনয় করেছন অসাধারণ শিল্পী সুবর্ণা মুস্তাফা, আজকে তিনি আমাদের সংসদ সদস্য। এবং এই সুযোগটি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি আমার পক্ষ থেকে, শিল্পী সমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

এইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।