চমেকে একসঙ্গে সাড়ে তিনশ আয়া ও ওয়ার্ডবয়কে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৬ মার্চ ২০১৯
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অবৈতনিকের (বিশেষ) আওতায় নিয়োজিত সাড়ে তিনশ আয়া ও ওয়ার্ডবয়কে অব্যাহতি দেয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ এসব কর্মচারীকে আজ বুধবার থেকে আর কাজে যোগ না দেয়ার নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্পেশাল ওয়ার্ডবয় এবং আয়াদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

চমেক সূত্রে জানা যায়, এসব স্পেশাল আয়া-ওয়ার্ডবয়দের হাসপাতাল থেকে কোনো সম্মানী দেয়া হতো না। প্রতি রোগীকে সেবা দেয়ার বিনিময়ে সর্বোচ্চ ৩০ টাকা আদায়ের নিয়ম করে দেয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এ সুযোগের অপব্যবহার করে তারা রোগীদের জিম্মি করে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, হাসপাতালে জনবল সংকট থাকায় তাদের অবৈতনিকভাবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে বিভিন্ন অভিযোগের কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। সেবা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।