মণিপুরী নৃত্যে ভারতীয় পদক পাচ্ছেন ওয়ার্দা
দেশবরেণ্য নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। দেশ ও বিদেশে নাচের ছন্দে মাতিয়েছেন দর্শক ও সমালোচকদের মন। পেয়েছেন নানা রকম স্বীকৃতি ও পুরস্কার। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হচ্ছে আরো একটি পালক।
ভারতের খ্যাতনামা নৃত্য উৎসব ‘ভারতীয় আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৫ (আইআইডিএফ)‘-এর বিশেষ পদক পাচ্ছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। সম্প্রতি মণিপুরি নৃত্যের জন্য তাকে সংযুক্তা পানিগ্রাহী স্মারক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবর এ পুরস্কার তার হাতে তুলে দেবে আয়োজক কর্তৃপক্ষ।
এ নিয়ে ওয়ার্দা বললেন, ‘শ্যামহরি চক্র ভারতের কিংবদন্তি নৃত্য ব্যক্তিত্ব। তিনি এক মেইলের মাধ্যমে বিষয়টি আমাকে জানান। আমার জন্য এ পুরস্কার অত্যন্ত সম্মানের।’
নৃত্য উৎসবটির অনলাইন পেজ থেকে জানা যায়, উপমহাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নৃত্য শিল্পীদের নাম এবারের তালিকা রাখা হয়েছে। এর মধ্যে ৫৫ জন শিল্পীর নাম তারা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ থেকে আছেন ওয়ার্দা রিহাবের নাম।
এলএ/এমএস