পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৫ মার্চ ২০১৯

পুলিশের এসআই (উপ-পরিদর্শক) পদে চাকরি দেয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন শাকিল আক্তার ও মনিরুল হক। শাকিল আক্তার আগে পুলিশে চাকরি করতেন বলে জানা গেছে।

সোমবার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে স্কোয়াড কমান্ডার এএসপি শাহীনুর চৌধুরী ও এএসপি শহীদুল হক মুন্সীর নেতৃত্বে একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে।

মেজর আশরাফুল হক জানান, নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিতেন শাকিল ও মনির। এ পরিচয়ে এসআই পদে চাকরি দেয়ার নামে তারা পাবনার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। চাকরি না পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরৎ চাইলে তাদের হুমকি দেয়া শুরু করে। পরে ভুক্তভোগীরা র‌্যাবে অভিযোগ করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকরা আরও অনেক যুবকের সঙ্গে চাকরি দেয়ার নামে প্রতারণা করেছে। এর আগে অর্থের বিনিময়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করায় পুলিশ বাহিনী থেকে মনিরকে চাকরিচ্যুত করা হয়। এরপর শাকিলকে সঙ্গে নিয়ে প্রতারণা শুরু করেন মনির।

আশরাফুল হক আরও বলেন, তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

জেইউ/এমএসএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।