ঢামেকের টয়লেট থেকে পালাল আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৫ মার্চ ২০১৯
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় এক আসামি পালিয়ে গেছেন। তার নাম ইদ্রিস মোল্লা (৪৫)। তিনি একটি ডাকাতি মামলার আসামি।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গত ৩২ দিন ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইদ্রিস বাথরুমে যান। পরে বাথরুমের ভাঙা জানালা দিয়ে পালিয়ে যান। ঘটনার সময় রাজারবাগ পুলিশ লাইন্সের নায়েক ফয়সাল, কনস্টেবল মামুন ও আনসার সদস্য আহম্মেদ নামের তিনজন ডিউটিতে ছিলেন।

ঢাকা জেলা পুলিশের টঙ্গীবাড়ি থানা সূত্র জানায়, ইদ্রিস ১ ফেব্রুয়ারি রাতে ডাকাতি করার সময় পুলিশের গুলিতে আহত হন। পরদিন থেকে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

এআর/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।