এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রীর
অর্থনৈতিক সমৃদ্ধি ও সুষম উন্নয়নের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এসডিজির ৭, ৯ ও ১২ নম্বর লক্ষ্য তিনটি গুণগত শিল্পায়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এগুলোতে পরিবেশবান্ধব শিল্পায়ন, সবুজ জ্বালানির প্রসার, শিল্প উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা প্রদান, শিল্প সহায়ক অবকাঠামো তৈরি, শিল্পপণ্যের যৌক্তিক ভোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এগুলো অর্জনের মাধ্যমে এশিয়ার দেশগুলো দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
থাইল্যান্ড সফররত শিল্পমন্ত্রী ‘সবুজ জ্বালানি ও শিল্পের চালিকাশক্তি হিসেবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রযুক্তির প্রয়োগ : এসডিজি লক্ষ্য ৭, ৯ ও ১২ এর প্রভাব’ শীর্ষক প্লেনারি অধিবেশনে সভাপতিত্বকালে এসব কথা বলেন। নবম থ্রিআর ফোরাম উপলক্ষে ব্যাংককের রয়্যাল অর্চার্ড শেরাটন হোটেলে এ অধিবেশন আয়োজন করা হয়।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ড. স্টেফানোস ফটিউ এর সঞ্চালনায় অধিবেশনে পৃথকভাবে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আশিয়ান ইকোনোমিক রিসার্স ইন্সটিটিউটের ঊর্ধ্বতন জ্বালানি অর্থনীতিবিদ ড. ভেঙ্কটচলাম আনবুমোজি, জাপানভিত্তিক জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক কাজুশিগে এন্ডো এবং থাইল্যান্ড শিল্প মন্ত্রণালয়ের ক্লিন টেকনোলজি ইউনিটের পরিচালক কিতিফন তাপুগাসসাগরন।
আফগানিস্তানের জাতীয় পরিবেশ সুরক্ষা সংস্থার মহাপরিচালক শাহ জামান মাইওয়ান্দি, থাইল্যান্ডের ওয়েস্ট টু এনার্জি গ্রুপের বিকল্প জ্বালানি উন্নয়ন ও দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান টার্নতিপ সেটচাচারনাট এবং রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান ওলগা গোলুব আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। এ খাতে বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য পুনঃপ্রক্রিয়াকরণ বা থ্রিআর কৌশল বাস্তবায়নের লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এর ফলে দেশীয় শিল্প কারখানায় কাঁচামালের অপচয় হ্রাসের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার দক্ষতা বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর চিত্র কমবেশি একই রকম উল্লেখ করে তিনি এসএমইখাতে উৎপাদনশীলতা বাড়াতে থ্রিআর কৌশল প্রয়োগের তাগিদ দেন।
এসআই/এমবিআর/এমএস