মেঘনায় ভাঙন : ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৯ আগস্ট ২০১৫

মেঘনার ভাঙনের মুখে পড়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল টানা ৫ দিন বন্ধ রয়েছে। শনিবার চালু হওয়ার কথা থাকলেও ঘাট তৈরি না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফলে আটকা পড়েছে ৩ শতাধিক যানবাহন।

এদিকে ভাঙন রোধে আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেছেন এলাকার অর্ধ লাখ মানুষ। শুক্রবার মাগরিবের আযানের আগ মুহূর্ত পর্যন্ত নদীর পাড় এলাকার ইলিশা চত্বরে চলে এ দোয়ার অনুষ্ঠান। এ সময় মুসল্লীদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে সমস্ত এলাকা।
 
দোয়া মোনাজাতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইলিশা এলাকায় জমায়েত হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন এলাকার ১১৩ বছর বয়সী মুরব্বী মাওলানা আনোয়ারুল হক ।
 
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ জেলা ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্সের একটি দল ওই এলাকায় ভাঙনরোধে পরীক্ষামূলকভাবে বালু ভর্তি জিও টিউব ব্যাগ ডাম্পিং করতে শুরু করছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী আব্দুল আকিম।  

অমিতাভ অপু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।