বিরতির পর ফের উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৫ মার্চ ২০১৯
ফাইল ছবি

বেশ কিছুদিন বিরতির পর বুড়িগঙ্গা ও তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আবার অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর বসিলা থেকে এ অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া অভিযান ১২ কার্যদিবস চলমান থাকবে। অভিযানের দ্বিতীয় পর্বে বসিলার নিকটবর্তী বুড়িগঙ্গা তীরে হাইক্কার খাল ও তুরাগ তীরে চন্দ্রিমা উদ্যোন এলাকায় এ অভিযান পরিচালিত হবে। ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে এ অভিযান চালাবে।

এর আগে ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগের তীর থেকে এক হাজার ৭২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, উচ্ছেদের পর সীমানা চিহ্নিত করে নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ভেতরে গাছ লাগানো হবে যেন কেউ পুনরায় দখল করতে না পারে।

এএস/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।