কুবি শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা


প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ আগস্ট ২০১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)`র কবি নজরুল হলের ছাত্রদের ওপর হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কুবির ধীরেন্দ্র নাথ দত্ত হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুবিতে আধিপত্য বিস্তার নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের সহায়তায় বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গণিত ৩য় বর্ষের ছাত্র মেজবা এবং ব্যবস্থাপনা বিভাগের ৫ম বর্ষের ছাত্র তানভীরসহ অন্তত ১০ জন আহত হয়। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুবির ছাত্রলীগের সভাপতি আলিফ ফোনে ঘটনাস্থল থেকে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা শহরে নিয়ে যাওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।

মো. কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।