সমুদ্রসীমা মামলায় দক্ষিণ তালপট্টি হারিয়েছে বাংলাদেশ


প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ জুলাই ২০১৪

দীর্ঘ চার বছর ৯ মাস আইনি লড়াইয়ের পর সাতক্ষীরার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের (পিসিএ) রায়ে ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ ১৯ হাজার চারশ’ ৬৭ বর্গকিলোমিটার সামুদ্রিক ভূখন্ড পায়।

মঙ্গলবার দুপুর ২ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রায় প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী। তিনি বলেন, মায়ানমারের পর এবার ভারতের সাথেও সমুদ্র বিরোধে জয়ী হল বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিজয়ের কথা বললেও বাস্তব অবস্থা ভিন্ন। রায় অনুযায়ী, দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ এই রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।