৩ দিনে পুরান ঢাকায় ৪৭ ভবনের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ মার্চ ২০১৯
২০ ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের জন্য প্রাথমিক তদন্তে দায়ী করা হচ্ছে সেখানকার বিভিন্ন গুদামে রাখা কেমিক্যালকেই।

গত ৩ দিনের অভিযানে পুরান ঢাকার ৪৭টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স।

সর্বশেষ রোববার পুরান ঢাকার চুড়িহাট্টা এবং আজগর লেনের ২৭, ২৯/২ এবং ৩১/বি নম্বর ভবনের গুদামের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ছাড়াও পৃথক অভিযানে লালবাগ কেল্লার মোড়ের এমডি রোডে ৫টি ও আগাসাদেক রোডের ৫টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, অভিযানে বৃহস্পতিবার পুরান ঢাকার ২১টি ও শনিবার ১৩টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে তিন দিনে পরিচালিত অভিযানে মোট ৪৭টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এপ্রিল মাসের ১ তারিখ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় মোট ৭১ জন মারা গেছেন। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে কেমিক্যালকেই দায়ী করা হচ্ছে।

তাই পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে কেমিক্যাল সরানোর নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ অভিযান।

এআর/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।