পুনর্বাসনের দাবিতে রাস্তা বন্ধ করে হকারদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৩ মার্চ ২০১৯

পুনর্বাসন না করে উচ্ছেদ করায় রাস্তা বন্ধ করে প্রতিবাদ করছেন হকাররা। রোববার বেলা ১২টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ প্রতিবাদ করছে বাংলাদেশ হর্কাস ইউনিয়ন।

প্রতিবাদ সমাবেশে হকারদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। একইসঙ্গে হকারদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে।

hoker1

এছাড়া প্রতিবাদ সমাবেশে জীবিকা সুরক্ষা আইন পাস করার দাবি জানান তারা।

হকার নেতারা বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাসস্থান এ পাঁচটি মৌলিক চাহিদা পূণর করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এটি পূরণ করতে না পারেন তাহলে হকার উচ্ছেদ করা যাবে না।

hoker1

এদিকে রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশের কারণে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হকারদের সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ হর্কাস ইউনিয়নের উপদেষ্টা মনজুরুল আহসান খান, সংগঠনের সভাপতি আবুল হাশেম দবীরসহ রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা।

এসআই/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।