প্রীতি ম্যাচে মার্কিন রাষ্ট্রদূত


প্রকাশিত: ০১:২১ পিএম, ২৮ আগস্ট ২০১৫

প্রীতি ম্যাচে অংশ নিলেন জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স বার্নিকাট। শুক্রবার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহ যোগাতে মুখোমুখি হলেন এই দুজন। মিরপুরের একাডেমি মাঠে ব্যাট-বল হাতে মুখোমুখী নিয়েছিলেন তারা।

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের ম্যাচ শেষে ব্যাট হাতে ক্রিজে নেমে পড়েন বার্নিকাট। মাহমুদউল্লাহর এক ওভার বল মোকাবেলা করেন বার্নিকাট। এরপর বার্নিকাটের চারটি বল খেলেন রিয়াদ।

আমেরিকান দূতাবাস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের প্রদর্শনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্নিকাট। এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আরটি/ এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।