সবুজবাগে গৃহবধুকে গণধর্ষণ : মামলা


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে ওই ভুক্তোভুগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এর আগে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নিজে সবুজবাগ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩৩।

ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী আইনাল হক সিএনজি চালক। স্বামীর সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ওই গৃহবধূ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ আগস্ট) রাতে স্থানীয় মেহেদী, খোকন, লিটন ও মানিক নামের কয়েকজন যুবক ওই গৃহবধূকে জোরপূর্বক স্থানীয় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গণধর্ষণ করে।

এ ঘটনার পর বৃহস্পতিবার স্বামীকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ইনস্পেক্টর (তদন্ত) মুস্তাফিজুর রহমান। তিনি জাগো নিউজকে জানান, অভিযোগের ভিত্তিতে মেডিকেল পরীক্ষার জন্য শুক্রবার ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

নিজে মামলার তদন্তের দায়িত্ব পালন করছেন বলেও জানান মুস্তাফিজুর রহমান।

জেইউ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।