নিলয় হত্যা : গ্রেফতার দুজন ৫ দিনের রিমান্ডে
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদারকে (২৯) পাঁচ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক শুক্রবার রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন। এর আগে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবদে দশ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
রিমান্ড আবেদেনের শুনানিতে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই দীপক চন্দ্র দে বলেন, এ মামলায় আগে গ্রেফতার সাদ আল নাহিন ও মাসুদ রানার রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার পর মিরপুর ১০ নম্বর থেকে কাউছারকে এবং শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে গ্রেফতার করা হয়।
এদের সঙ্গে আর কারা জড়িত এবং আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে আর কারা আছে তা জানার জন্য এই দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৭ অগাস্ট ঢাকার গোড়ানে নিজের বাসায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন ব্লগার নিলয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা নাহিন ও মাসুদ রানা নামের আরেকজনকে গত ১৩ অগাস্ট গ্রেফতারের কথা জানায় পুলিশ।
এএইচ