যাত্রাবাড়ীতে ১১ ছিনতাইকারী আটক
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে ৯ জন কিশোরও রয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান শুক্রবার জানান, র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দীনব্যাপী অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করে। আটকরা হচ্ছেন- মো. সোহেল (২০) ও ইয়াসিন (১৯) এবং ৯ জন কিশোর।
ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান আরও জানান, আটক সোহেল ও ইয়াসিনের নেতৃত্বে সংঘবদ্ধ কিশোর চক্রটি দীর্ঘদিন যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় পথচারীদের নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ৮ টি চাকু ও ১৪ টি ব্লেড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
জেইউ/এনডিএস/এমকেএইচ