পাক-ভারত সীমান্তে গোলাগুলি : নিহত ১০


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৮ আগস্ট ২০১৫

কাশ্মীরের বিতর্কিত সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার  ভোরে এ ঘটনা ঘটে। খবর এএফপি

পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের কাছে ভারতের সেনাবাহিনীর গুলিতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা বলছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চারজন গ্রামবাসী নিহত হন।

পাকিস্তানের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শুক্রবার ভোর তিনটার দিকে ভারতের সেনাবাহিনী প্রথমে গুলি ছোড়ে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শিয়ালকোটে ভারত গোলা বর্ষণ করে ও গুলি ছুড়তে থাকে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া ২২ জন নারীসহ ৪৬ জন আহত হন।

বিএসএফ কর্মকর্তা রাকেশ কুমার শর্মা বলেন, পাকিস্তান বেসামরিক নাগরিকদের ওপর কোনো উসকানি ছাড়াই মর্টার হামলা চালাচ্ছে। ওই অঞ্চলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা পবন কোতোয়াল বলেন, সীমান্তে গোলা বর্ষণের ঘটনায় চারজন গ্রামবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ভোরে মারা যান। আহত একজন পরে হাসপাতালে মারা যান।

বিএসএফের আরেক কর্মকর্তা জে এস ওবেরিও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সীমান্তের ১০টি চৌকিতে হামলা চালিয়েছে। এতে ১৬ জন গ্রামবাসী আহত হয়েছেন।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।