চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০১ মার্চ ২০১৯

সরকারিসহ সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র পরিষদ। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আযোজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মেধাকে বয়সের ফ্রেমে বন্দী করে রাখা যায় না উল্লেখ করে মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়সের সীমাবদ্ধতার কারণে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ শিক্ষা শেষে অর্জিত শিক্ষা কাজে লাগাতে পারছেন না। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। একইভাবে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি।’

তারা বলেন, ‘সরকারি নিয়ম অনুসরণের ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোতে ৩০ বছরের বেশি বয়সী কাউকে নিয়োগ দেয়া হয় না। ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা ও গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হচ্ছে না। তাই বিষয়টি বিবেচনা করে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা আবু বকর, ফাজরিয়া নাজমীন, শেখ ফয়সল প্রমুখ।

এএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।