সহজ গ্রুপে বার্সা-রিয়াল


প্রকাশিত: ০৭:১২ এএম, ২৮ আগস্ট ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ২০১৫-১৬ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার । এই ড্রয়ে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে স্পেনের দুই দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তুলনামূলকভাবে কঠিন গ্রুপে পড়েছে ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। তবে এবারের প্রতিযোগিতায় কোনো `গ্রুপ অব ডেথ` গ্রুপ নেই।

চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই জায়ান্টদের মোকাবেলা করে আসছে ম্যানসিটি। এবারও তার ব্যতিক্রম নয়। ‘ডি’ গ্রুপে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সাথে উয়েফা ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ার সাথে একই গ্রুপে পড়েছে তারা। তাদের অন্য প্রতিপক্ষ জার্মান দল বরুশিয়া মনচেনগ্লাদবাক।

ম্যানসিটি কঠিন গ্রুপে পরলেও সবচেয়ে সহজ গ্রুপ পেয়েছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন চেলসি। ‘জি’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো, ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ এবং ইসরাইলি ক্লাব ম্যাকাবি তেল আবিব।

‘ই’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন, সঙ্গে ইতালির এএস রোমা এবং বেলারুশিয়ান ক্লাব বাতে বরিসভ।

গতবার বার্সেলোনার গ্রুপ পর্বের সঙ্গি হয়েছিল ফরাসী জায়ান্ট পিএসজি। তবে এবার বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী না হলেও পেয়েছে স্পেনের আরেক দল রিয়াল মাদ্রিদকে। ‘এ’ গ্রুপের অপর দল দুইটি ইউক্রেনের শাখতার দোনেস্ক এবং নবাগত সুইডিস ক্লাব মালমো।

‘এফ’ গ্রুপে ইংলিশ ক্লাব আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ এবারো একই গ্রুপে পড়েছে। তাদের সঙ্গি গ্রিক ক্লাব অলিম্পিয়াকস এবং ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।

গ্রুপ ‘বি’য়ে এক মৌসুম পর আবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ জার্মান ক্লাব ভলফসবার্গ, ডাচ ক্লাব পিএসভি এইন্দহোভেন এবং রাশিান ক্লাব সিএসকেএ মস্কো।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং:

এ গ্রুপ: পিএসজি, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, মালমো।

বি গ্রুপ: ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসভি এইন্দহোভেন, সিএসকেএ মস্কো, ভলফসবার্গ।

সি গ্রুপ: বেনফিকা, অ্যাতলেতিকো মাদ্রিদ, গ্যালাতাসারে, আস্তানা।

ডি গ্রুপ: জুভেন্তাস, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া মনচেনগ্লাদবাক।

ই গ্রুপ: বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, রোমা, বাতে বরিসভ।

এফ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকস, ডায়নামো জাগরেব।

জি গ্রুপ: চেলসি, এফসি পোর্তো, ডায়নামো কিয়েভ, ম্যাকাবি তেল আবিব

এইচ গ্রুপ: জেনিত, ভ্যালেন্সিয়া, লিওঁ, জেন্ট।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।