আতঙ্ক নিয়ে ঘরে ফিরলেন দগ্ধ তিনজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আতঙ্ক আর মানসিক আঘাত (ট্রমা) নিয়ে তারা ঘরে ফিরে গেছেন।

তিনজন হলেন- রিকশাচালক মোহাম্মদ সালাউদ্দিন (৪৫), মোজাফফর হোসেন (৩২), ট্রলিচালক হেলাল সিকদার (১৮)।

আজ (বুধবার) দুপুরে ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক মো. নোয়াজেশ খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তারা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। দগ্ধ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক।

এর আগে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজী ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সরকার। আহত ও দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বর্তমানে ঢামেকে চারজন দগ্ধ ও দুজন আহত রোগী চিকিৎসাধীন।

এআর/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।